Please add item to the cart first
Home / মুল: শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন / মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

লেখক : মুল: শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন

প্রকাশনী : মাকতাবাতুস সালাফ

বিষয় : পরিবার-পরিকল্পনা

৳১০০.০০

Sharing is caring, show love and share the product with your friends.



লেখক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন (রহ) এর জীবনী

উসাইমিন ১৯২৫ সালের ৯ই মার্চ সৌদি আরবের কাসিম অঞ্চলের উনাইজা শহরে জন্মগ্রহণ করেন। তিনি খুব অল্প বয়সেই কুরআন মুখস্থ করেছিলেন। অধ্যয়নের সময় তিনি সৌদি আরবের প্রখ্যাত ওলামার তত্ত্বাবধানে হাদিস, তাফসির, ধর্মতত্ত্বআরবি ভাষায় অগাধ ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং রিয়াদের শরিয়ত কলেজ, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি সৌদি সিনিয়র ইসলামিক স্কলার কমিশনের সদস্য, কাসিমের

এই বই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

অনুবাদকের কথা

সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। ছালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ -এর উপর এবং তার পরিবার-পরিজন ও সমস্ত ছাহাবীর উপর।

মুসলিম হিসেবে দ্বীনের জ্ঞান অর্জন করা এবং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে সে জ্ঞান অনুযায়ী আমল করা আমাদের উপর অপরিহার্য করা হয়েছে। সমাজ জীবনে নিজেকে ও নিজের পরিবারকে নানামুখী ফেতনা থেকে রক্ষা করতে শরীআতের গভীর জ্ঞানার্জনের বিকল্প নেই। মহান আল্লাহ বলেন,

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

\'হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার- পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন, তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে\' (আত-তাহরীম, ৬৬/৬)।

একজন সাধারণ মুসলিম তার বাস্তব জীবনের নানা সমস্যার সমাধান সরাসরি কুরআন-সুন্নাহ থেকে বের করতে সক্ষম নন। এ জন্য প্রয়োজন উলামায়ে কেরামের ব্যাখ্যা-বিশ্লেষণ ও জীবনঘনিষ্ঠ বিষয়ে সঠিক ফতওয়া।

ইসলাম পরিবারের সংশোধন ও শৃঙ্খলাকে খুবই গুরুত্ব দিয়েছে। আমাদের সন্তানরা জাতির ভবিষ্যৎ প্রতিনিধি। তাদের তা\'লীম-তারবিয়াতের উপর নির্ভর করবে আগামী দিনের সুষ্ঠু পরিবার ও সমাজব্যবস্থা। বর্তমান ফেতনার এ যুগে একটি পরিবারকে ইসলামী আদর্শের উপর গড়ে তুলতে এ বইটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করি। বইটিতে পারিবারিক বন্ধন, বিয়ে, বিয়ের অনুষ্ঠান, শিশুদের লালনপালন, শিশুশিক্ষার ধরন, শিশুদের শিক্ষা কারিকুলাম, তাদের পোশাক, নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বিষয়ে যুগশ্রেষ্ঠ স্কলার ও ফক্বীহ শায়খ মুহাম্মাদ ইবনে ছালেহ আল-উছায়মীন-এর ফতওয়া ও অভিমত সংকলন করা হয়েছে।

পাঠকরা যদি বইটি থেকে উপকৃত হতে পারেন তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। বইটির অনুবাদ, ভাষা, তথ্য ইত্যাদি যে-কোনো বিষয়ে ভুল পেলে আমাদেরকে অবহিত করবেন বলে আশা করছি।

মহান আল্লাহর নিকট প্রার্থনা, তিনি যেন এই বইটির মাধ্যমে বাংলাভাষী সকল মুসলিম ভাই-বোনদেরকে উপকৃত করেন এবং শুধু তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে নানাবিধ কল্যাণমুখী কাজ করার তাওফীক দান করেন- আমীন!

বিনীত-

ড. আব্দুল্লাহিল কাফী মাদানী

পিএইচডি, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।