Please add item to the cart first
Home / রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত

রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত

অপেক্ষার প্রহর শেষ!

আপনাদের বহু আকাংখিত সেই বই এখন বাজারে!

বলছিলাম শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ প্রণীত রাসূল (ছাঃ)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত বইয়ের কথা!

শায়খের সেই ঐতিহাসিক বক্তব্যের কথা কি মনে পড়ে?

\"ছালাত আদায় করতেই হবে। ওযু করে ছালাত আদায় করতে হয়, পানি পাওয়া যায় না; বিনা ওযুতেই ছালাত আদায় করতে হবে। পানিও নাই মাটিও নাই। বিনা ওযুতে বিনা তায়াম্মুমে ছালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরিধান করে ছালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নাই। যে কাপড়ে পেশাব-পায়খানা লেগে আছে, এই পেশাবওয়ালা কাপড়েই ছালাত আদায় করতে হবে। পরিষ্কারও নাই অপরিষ্কারও নাই, কোনাে কাপড়ই নাই। ইরাকের কারাগারে ওই শয়তানেরা উলঙ্গ করে রেখেছে ওই মুসলমনা ভাইকে। সে ভাই এখন উলঙ্গ অবস্থাতেই ছালাত আদায় করবে। এটাই রাসূল (ছা.)-এর আদেশ। পশ্চিম দিকে মুখ করে ছালাত আদায় করতে হয়। পশ্চিম বুঝা যায় না। বিনা পশ্চিমে ছালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়ানাে অবস্থাতেই ছালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে ছালাত আদায় করতে হয়। দাঁড়িয়ে থাকা যায় না; বসে ছালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না; বিছানায় শুয়ে ছালাত আদায় করতে হবে। ছালাত আদায় করতে হবে না অন্তত এমন কোনাে পরিস্থিতি পুরুষের জন্য নাই\"
আর ছালাতের মতাে এত গুরুত্বপূর্ণ ইবাদত যদি সঠিকভাবে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক আদায় না করা যায় তাহলে ছালাত আদায়ের প্রকৃত উপকারিতা থাকে সুদূরপরাহত।
সমাজে প্রচলিত বিভিন্ন ভুলে ভরা ছালাতের বিপরীতে ফরয ও নফল সকল ছালাতের উপর সহজ ও সাধারণ মানুষের জন্য বােধগম্য ভাষায় প্রয়ােজনীয় সকল হুকুম-আহকামের দলীল ভিত্তিক আলােচনা নিয়ে উপস্থিত রাসুল (ছাঃ) –এর ছালাত বনাম প্রচলিত ছালাত।।
খুচরা মূল্যঃ ২০০ টাকা মাত্র।

অর্ডার করুন! 01301396836 এই নাম্বারে।